Breaking News

Kakababu O Ashcharjo Dip - Kesor Choti (Bangla e-Book)


কিরে পুকু, এই রকম একটা চেহারা নিয়ে যে তুই ঘুরিস, তোকে মেয়েরা কিছু বলে না। কি যে বল বৌদি, আমি একটা সাধারণ ছেলে, তারপর কেলে ভূত। মেয়েরা আমাকে পাত্তা দেবে কেন? কেন দেবে সেটা তুই ভালই জানিস। তো হাঁরে , কোনো মেয়ে বন্ধু হলো? পুকু একটু চুপ করে থাকলো তারপর বলল হাঁ ,একটা হয়েছে। তাই।তা কিরকম দেখতে রে? ভালই। কিরকম ভালো ? পুকু হটাত উঠে দাড়ালো . বৌদির পিছনে গিয়ে দু হাতে ধরে দার করলো।”এই পুকু কি করছিস ছার” পুকু ধরে আয়নার সামনে নিয়ে দার করলো ঐযে আমার girlfriend . বিথী পুকুর কথা শুনে , একটু হকচকিয়ে গেল। খুব পেকেছিস, তাই না। না। একদম পাকি নি। কিন্তু তুমি আমার একমাত্র girlfriend. সত্যি বলছি। আর কেউ নেই, তোমাকে খুব ভালো লাগে। বলিস না পুকু বলিস না। আমি মরে যাব রে বোকা মরে যাব। তুই জানিস না তুই কি বলছিস।বিথির গলার স্বর আধো আধো .কামনা জড়ানো। পুকু বিথিকে ধরে ঘুরিয়ে নিজের দিকে দার করলো। সত্যি বলতে আমি ভয় পাই না। তুমি আমার একমাত্র girlfriend . বিথির ২ চোখ বুজে আসছে শরীরে কিসের ছোয়া লেগেছে।প্রথম প্রেমের ছোয়া যেন। পুকুর দিকে তাকাতে পারছেনা।


If you face any problem in this post please let me know your problem. To inform your problem you can leave a comment below. And if you like my post please click the Facebook like button or spread this post by clicking the Twitter, Facebook etc. icons below and clicked any ad (plz). Because, it will be a great support for me.

No comments